Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়

রায়পুরা, নরসিংদী

 

সেবা প্রদান প্রতিশ্রুতি ( সিটিজেন চার্টার)

ক্রমিক

সেবার নাম

সেবা প্রদানে সর্বোচ্চ সময়

প্রয়োজনীয় কাগজপত্র

প্রয়োজনীয় কাগজপত্র/আবেদন ফরম প্রাপ্তিস্থান

সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি (যদি থাকে)

শাখার নামসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদবি, রুম নম্বর, জেলা/উপজেলার কোড, অফিসিয়াল টেলিফোন ও ই-মেইল

উর্ধ্বতন কর্মকর্তার পদবি, রুম নম্বর, জেলা/উপজেলার কোড, অফিসিয়াল টেলিফোন ও ই-মেইল

১।

খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক তথ্য সরবরাহ

০৭ (সাত) কর্মদিবস

১) নির্ধারিত ফরমে আবেদন।

২) চাহিত তথ্যের বিষয়ে সুষ্ঠুভাবে উল্লেখ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, রায়পুরা ও তথ্য কমিশনের ওয়েবসাইট।

মূদ্রিত কপির ক্ষেত্রে নির্ধারিত মূল্য এবং মূল্য নির্ধারিত নয় এরূপক্ষেত্রে প্রতি পৃষ্ঠার জন্য ০২ (দুই) টাকা (ফটোকপির জন্য) হিসেবে প্রদেয়।

 খাদ্য  পরিদর্শক, রায়পুরা, নরসিংদী ।

ফোনঃ০২-৯৪৪৮০৫৯

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, রায়পুরা, নরসিংদী ।

ফোনঃ০২-৯৪৪৮০৫৯

২।

খাদ্য শস্য/ খাদ্য সামগ্রী ব্যবসার লাইসেন্স প্রদান

০২ (দুই) কর্মদিবস

১) নির্ধারিত ফরমে আবেদন।

২) ০২(দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি।

৩) জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।

৪) ট্রেড লাইসেন্সের ফটোকপি।

৫) আর্থিক সচ্ছলতার সনদপত্র

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, রাপুরা, নরসিংদী

খুচরা নতুন লাইসেন্স ফি ১,০০০/- নবায়ন ফি ৫০০/- ডুপ্লিকেট লাইসেন্স ফি ২০০/- এবং সকল ফি’র উপর ১৫% ভ্যাট প্রদেয়। ব্যাংক চালানের মাধ্যমে সকল মূল্য পরিশোধ যোগ্য।

 খাদ্য  পরিদর্শক, রায়পুরা, নরসিংদী ।

ফোনঃ০২-৯৪৪৮০৫৯

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, রায়পুরা, নরসিংদী ।

ফোনঃ০২-৯৪৪৮০৫৯

৩।

খাদ্য বান্ধব কর্মসূচি।

প্রতি বছর মার্চ-এপ্রিল ও সেপ্টেম্বর-নভেম্বর ০৫(পাঁচ) মাস।

খাদ্য বান্ধব কর্মসূচির ভোক্তার কার্ড

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, রাপুরা, নরসিংদী

সরকার ঘোষিত মূল্য প্রতি কেজি চাল ১০.০০(দশ) টাকা।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, রায়পুরা, নরসিংদী ।

ফোনঃ০২-৯৪৪৮০৫৯

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, রায়পুরা, নরসিংদী ।

ফোনঃ০২-৯৪৪৮০৫৯

 

 

 

 

৪।

খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয়(ওএমএস)

 

 

 

 

খাদ্য মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত সময়

-

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, রাপুরা, নরসিংদী

খাদ্য মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত মূল্য

 

 

 

 

 

 

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, রায়পুরা, নরসিংদী ।

ফোনঃ০২-৯৪৪৮০৫৯

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, রায়পুরা, নরসিংদী ।

ফোনঃ০২-৯৪৪৮০৫৯

৫।

চাল/ধান ও গম সংগ্রহ কার্যক্রম

খাদ্য মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত সময়

ধান ও চাল সংগ্রহের ক্ষেত্রে কৃষি কার্ড ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি। চাল সংগ্রহের ক্ষেত্রে বৈধ লাইসেন্সধারী মিলার।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, রাপুরা, নরসিংদী

খাদ্য মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত মূল্য

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, রায়পুরা, নরসিংদী ।

ফোনঃ০২-৯৪৪৮০৫৯

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, রায়পুরা, নরসিংদী ।

ফোনঃ০২-৯৪৪৮০৫৯

৬।

সামাজিক নিরাপত্তা বেস্টনীর আওতায় জিআর, ভিজিডি, ভিজিএফ, টিআর, কাবিখা ইত্যাদি খাতে খাদ্যশস্য সরবরাহ।

সরকার কর্তৃক নির্ধারিত সময়।

বরাদ্দ সাপেক্ষে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক চাহিদা পত্র।

প্রযোজ্য নহে।

প্রযোজ্য নহে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, রায়পুরা, নরসিংদী ।

ফোনঃ০২-৯৪৪৮০৫৯

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, রায়পুরা, নরসিংদী ।

ফোনঃ০২-৯৪৪৮০৫৯

৭।

বিভিন্ন সরকারি সংস্থা যথাঃ আনসার, ফায়ার সার্ভিস সরকার নির্ধারিত মূল্যে রেশন সরবরাহ।

মাস ভিত্তিক।

স্ব-স্ব অফিসের জনবলের ভিত্তিতে অফিস প্রধানের চাহিদা পত্র।

প্রযোজ্য নহে।

সরকার নির্ধারিত মূল্য।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, রায়পুরা, নরসিংদী ।

ফোনঃ০২-৯৪৪৮০৫৯

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, রায়পুরা, নরসিংদী ।

ফোনঃ০২-৯৪৪৮০৫৯