গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়
রায়পুরা, নরসিংদী
সেবা প্রদান প্রতিশ্রুতি ( সিটিজেন চার্টার)
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
৮ |
ক্রমিক |
সেবার নাম |
সেবা প্রদানে সর্বোচ্চ সময় |
প্রয়োজনীয় কাগজপত্র |
প্রয়োজনীয় কাগজপত্র/আবেদন ফরম প্রাপ্তিস্থান |
সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি (যদি থাকে) |
শাখার নামসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদবি, রুম নম্বর, জেলা/উপজেলার কোড, অফিসিয়াল টেলিফোন ও ই-মেইল |
উর্ধ্বতন কর্মকর্তার পদবি, রুম নম্বর, জেলা/উপজেলার কোড, অফিসিয়াল টেলিফোন ও ই-মেইল |
১। |
খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক তথ্য সরবরাহ |
০৭ (সাত) কর্মদিবস |
১) নির্ধারিত ফরমে আবেদন। ২) চাহিত তথ্যের বিষয়ে সুষ্ঠুভাবে উল্লেখ। |
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, রায়পুরা ও তথ্য কমিশনের ওয়েবসাইট। |
মূদ্রিত কপির ক্ষেত্রে নির্ধারিত মূল্য এবং মূল্য নির্ধারিত নয় এরূপক্ষেত্রে প্রতি পৃষ্ঠার জন্য ০২ (দুই) টাকা (ফটোকপির জন্য) হিসেবে প্রদেয়। |
খাদ্য পরিদর্শক, রায়পুরা, নরসিংদী । ফোনঃ০২-৯৪৪৮০৫৯ |
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, রায়পুরা, নরসিংদী । ফোনঃ০২-৯৪৪৮০৫৯ |
২। |
খাদ্য শস্য/ খাদ্য সামগ্রী ব্যবসার লাইসেন্স প্রদান |
০২ (দুই) কর্মদিবস |
১) নির্ধারিত ফরমে আবেদন। ২) ০২(দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি। ৩) জাতীয় পরিচয় পত্রের ফটোকপি। ৪) ট্রেড লাইসেন্সের ফটোকপি। ৫) আর্থিক সচ্ছলতার সনদপত্র |
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, রাপুরা, নরসিংদী |
খুচরা নতুন লাইসেন্স ফি ১,০০০/- নবায়ন ফি ৫০০/- ডুপ্লিকেট লাইসেন্স ফি ২০০/- এবং সকল ফি’র উপর ১৫% ভ্যাট প্রদেয়। ব্যাংক চালানের মাধ্যমে সকল মূল্য পরিশোধ যোগ্য। |
খাদ্য পরিদর্শক, রায়পুরা, নরসিংদী । ফোনঃ০২-৯৪৪৮০৫৯ |
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, রায়পুরা, নরসিংদী । ফোনঃ০২-৯৪৪৮০৫৯ |
৩। |
খাদ্য বান্ধব কর্মসূচি। |
প্রতি বছর মার্চ-এপ্রিল ও সেপ্টেম্বর-নভেম্বর ০৫(পাঁচ) মাস। |
খাদ্য বান্ধব কর্মসূচির ভোক্তার কার্ড |
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, রাপুরা, নরসিংদী |
সরকার ঘোষিত মূল্য প্রতি কেজি চাল ১০.০০(দশ) টাকা। |
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, রায়পুরা, নরসিংদী । ফোনঃ০২-৯৪৪৮০৫৯ |
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, রায়পুরা, নরসিংদী । ফোনঃ০২-৯৪৪৮০৫৯ |
৪। |
খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয়(ওএমএস)
|
খাদ্য মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত সময় |
- |
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, রাপুরা, নরসিংদী |
খাদ্য মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত মূল্য
|
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, রায়পুরা, নরসিংদী । ফোনঃ০২-৯৪৪৮০৫৯ |
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, রায়পুরা, নরসিংদী । ফোনঃ০২-৯৪৪৮০৫৯ |
৫। |
চাল/ধান ও গম সংগ্রহ কার্যক্রম |
খাদ্য মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত সময় |
ধান ও চাল সংগ্রহের ক্ষেত্রে কৃষি কার্ড ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি। চাল সংগ্রহের ক্ষেত্রে বৈধ লাইসেন্সধারী মিলার। |
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, রাপুরা, নরসিংদী |
খাদ্য মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত মূল্য |
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, রায়পুরা, নরসিংদী । ফোনঃ০২-৯৪৪৮০৫৯ |
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, রায়পুরা, নরসিংদী । ফোনঃ০২-৯৪৪৮০৫৯ |
৬। |
সামাজিক নিরাপত্তা বেস্টনীর আওতায় জিআর, ভিজিডি, ভিজিএফ, টিআর, কাবিখা ইত্যাদি খাতে খাদ্যশস্য সরবরাহ। |
সরকার কর্তৃক নির্ধারিত সময়। |
বরাদ্দ সাপেক্ষে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক চাহিদা পত্র। |
প্রযোজ্য নহে। |
প্রযোজ্য নহে। |
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, রায়পুরা, নরসিংদী । ফোনঃ০২-৯৪৪৮০৫৯ |
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, রায়পুরা, নরসিংদী । ফোনঃ০২-৯৪৪৮০৫৯ |
৭। |
বিভিন্ন সরকারি সংস্থা যথাঃ আনসার, ফায়ার সার্ভিস সরকার নির্ধারিত মূল্যে রেশন সরবরাহ। |
মাস ভিত্তিক। |
স্ব-স্ব অফিসের জনবলের ভিত্তিতে অফিস প্রধানের চাহিদা পত্র। |
প্রযোজ্য নহে। |
সরকার নির্ধারিত মূল্য। |
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, রায়পুরা, নরসিংদী । ফোনঃ০২-৯৪৪৮০৫৯ |
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, রায়পুরা, নরসিংদী । ফোনঃ০২-৯৪৪৮০৫৯ |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS